সচরাচর জিজ্ঞাস্য (Frequently Asked Questions)

  পয়েন্ট সমূহ
(লোড হচ্ছে...)

    ১। আমার ঐ রচনা/পয়েন্টটি এক্ষুণি দরকার।

    কাউকে মেসেজে রচনা দেওয়া হয় না। ওয়েবসাইটে আপলোড হলে তবেই তা দেখতে পাবেন। আর জরুরি ভিত্তিতে কারো জন্য রচনা আপলোড দেওয়া হয় না। এটা কোনো পেইড সার্ভিস না যা আপনাকে বুঝতে হবে। আমরা রচনা ফ্রিতে লিখে দেবার জন্য সারাদিন বসে থাকি না। তবে যেকোনো অনুরোধ জরুরি ভিত্তিতে না হলে সেটা বিবেচনাযোগ্য।

    ২। ঐ রচনাটি আপলোড করুন, প্লিজ।

    আমরা পাঠকদের চাহিদা অনুযায়ী রচনা আপলোড করে থাকি। রচনা আপলোডের আগে কোন রচনাটি বিভিন্ন পাবলিক পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ তা আমরা বিবেচনা করি। সেক্ষেত্রে আপনার অনুরোধ করা রচনার টপিকটি গুরুত্বপূর্ণ হলে আমরা হয়ত কোনো না কোনো সময় ওয়েবসাইটে আপলোড করব। তবে কবে আপলোড হবে কিংবা আদৌ আপলোড হবে কিনা তা বলা যাচ্ছে না। আমরা সারাদিন পেশাদারি রচনা লিখি না, শখের বসে ওয়েবসাইটটি তৈরি। আমাদেরও ব্যক্তিগত জীবন আছে। তবে যেকোনো অনুরোধ জরুরি ভিত্তিতে না হলে সেটা বিবেচনাযোগ্য।

    ৩। ঐ ভাব-সম্প্রসারণ/অনুচ্ছেদ/চিঠি/প্রতিবেদন/ইংরেজি রচনাটি দেন।

    আমাদের ওয়েবসাইটে আপাতত বাংলা রচনা, ভাব-সম্প্রসারণ এবং ইংরেজি প্যারাগ্রাফ এবং কম্পোজিশন দিচ্ছি। ভবিষ্যতে হয়ত বাকিসব টপিকও যোগ হবে।

    ৪। ঐ রচনার আরও কয়েকটা পয়েন্ট দেন।

    এর উত্তর ১ নং এর মতোই। আমরা রচনার পয়েন্ট ফ্রিতে লিখে দেবার জন্য সারাদিন বসে থাকি না। তবে যেকোনো অনুরোধ জরুরি ভিত্তিতে না হলে সেটা বিবেচনাযোগ্য। আপনার কাছে কিছু পয়েন্ট থাকলে ওয়েবসাইটের চ্যাট উইজেটে বা ইমেইলে পাঠিয়ে দিন, আমরা রচনায় যোগ করে দিব।


    ৫। আরও কয়েকটা উক্তি/কবিতা দেন।

    এর উত্তর ১ নং এর মতোই। আপনার কাছে কিছু উক্তি/কবিতা থাকলে ওয়েবসাইটের চ্যাট উইজেটে বা ইমেইলে পাঠিয়ে দিন, আমরা রচনায় যোগ করে দিব।

    ৬। ওয়েবসাইট থেকে রচনা বা অন্যান্য কন্টেন্ট ডাউনলোড করতে পারছি না।


    আমাদের ওয়েবসাইট থেকে কন্টেন্ট কিভাবে ডাউনলোড করবেন তা জানতে ডাউনলোড পেজে যান


    {...চলবে।}



    [উপরের FAQ সেকশনে থাকা উত্তরগুলি একটু বেশি নিষ্টুর মনে হলে কিছু করার নেই। কয়েকমাসের ভিজিটর কনভারসেশন পর্যালোচনা করার পর বুঝা গেল পাঠকেরা লেখকদের বট (Bot) মনে করেন বোধ হয়। এটি একটি ফ্রি সার্ভিস; শখের বশে তৈরি করা একটি ওয়েবসাইট। তাই সব কিছু আপনার মন মত পাবেন তা হওয়া অনেকটাই অসম্ভব। তাও আমরা চেষ্টা করে থাকি পাঠকদের ভালো কিছু উপহার দেবার জন্য। বুঝার জন্য ধন্যবাদ।]

    Related Posts:

    Disqus Comments
    © 2020 রচনা স্টোর - Designed by goomsite - Published by FLYTemplate - Proudly powered by Blogger